
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া কলেজপাড়া গ্রামে রিজিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি প্রবাসী অমিত হাসান রনির স্ত্রী।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানায়,বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। এক পর্যায়ে রিজিয়া নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে শাশুড়ি ডাকাডাকি শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন,রিজিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামিয়ে পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের কাছে নেওয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, রিজিয়া এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
যশোর অফিস 






































