
হামাসের সাথে যুদ্ধ শেষ হওয়ায় শান্তি উদ্যাপন করতে গিয়ে থাইল্যান্ডের কোহ ফা-নগান দ্বীপে মাদক পার্টি থেকে চারজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১৪ অক্টোবর) ভোরে দ্বীপটির একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থ্যাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ২টা ৪০ মিনিটে বান শ্রী থানু এলাকার একটি ভিলায় উচ্চস্বরের শব্দ নিয়ে অভিযোগ আসার পর পুলিশ সেখানে তল্লাশি চালায়।
পর্যটন পুলিশ জানিয়েছে, ২৬ থেকে ২৭ বছর বয়সী এই চার ইসরায়েলি যুবককে ভিলার ভেতরে বসা অবস্থায় পাওয়া যায় এবং তাদের আচরণ দেখে কিছু লুকানোর চেষ্টা করছে বলে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০.৫৯ গ্রাম কোকেন এবং ১.৩৭ গ্রাম গুঁড়ো এক্সট্যাসি পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ছুটিতে আসা সৈনিক এবং ইসরায়েল হামাস যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য ১০ থেকে ১৫ জন সহকর্মীর সাথে পার্টি করছিল। শব্দের অভিযোগ আসার পর বাকিরা স্থান ত্যাগ করে।
গ্রেপ্তারকৃত চার ইসরায়েলিকে কোহ ফা-নগান হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের শরীরে কোকেন এবং মেথামফেটামিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
পর্যটন পুলিশের পরিদর্শক পল লে. কর্নেল উইনিট বুনচিট জানান, সন্দেহভাজনরা পুলিশকে বলেছে যে তারা পার্টিতে থাকা অন্য ইসরায়েলিদের কাছ থেকে মাদক কিনেছিল, যদিও তারা তাদের নাম জানে না।
আন্তর্জাতিক ডেস্ক 
























