
স্টাপ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির ৩১ নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। (১৪ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ অক্টোবর নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক কে আহবায়ক করে ৮৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন- ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহবায়ক সালা উদ্দিন মুক্তি ও যুগ্ম-আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান আরজু।
নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহা বলেন- জাতীয় পার্টির কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও নিষ্টার সাথে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে দলীয় নীতিগত সিদ্ধান্ত কার্যক্রম ও অবস্থানের সঙ্গে একমত না থাকায় পদত্যাগ করেছি।
২০২৪ ইং সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কমিটির ৩১ নেতাকর্মী পদত্যাগ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহতি করেছিলাম। পদত্যাগ করার পরেও বর্তমানে সদ্য ঘোষিত নান্দাইল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে নাম থাকায় আমরা বিস্মিত।
এমতাবস্থায় আমাদের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে আমরা পদত্যাগ করিলাম।
ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন- যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
স্টাপ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার 




























