মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের আচমকা ভুল

  • নাজমুল ইসলাম 
  • প্রকাশের সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৬৮
চোখের আচমকা ভুল
​আন্ধার রাইতে যেমন বিজলী চমকায়,
ঠিক অমন কইরা তুমি আইলা আমার কাছে।
মুখ তুলি চাইতেই, ওরে সই,
বুকের ভিতর যেন ঢিপঢিপ বাজে।
ঐ চাহনি, আহা, য্যান যাদু!
কইতেও পারি না, সইতেও পারি না।
আমার পরাণডা খালি তোমার লাইগা কান্দে,
কেন আইলা এই পোড়ামনের ঠিকানায়?
সেই দিন থেইকা এই দিলডা তোমার জিম্মায়,
এই ভালোবাসার ঘা আর কোনোদিন সারবো না।
কবি- নাজমুল ইসলাম 
জনপ্রিয়

নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার সতর্কসংকেত যুক্তরাষ্ট্রের

চোখের আচমকা ভুল

প্রকাশের সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
চোখের আচমকা ভুল
​আন্ধার রাইতে যেমন বিজলী চমকায়,
ঠিক অমন কইরা তুমি আইলা আমার কাছে।
মুখ তুলি চাইতেই, ওরে সই,
বুকের ভিতর যেন ঢিপঢিপ বাজে।
ঐ চাহনি, আহা, য্যান যাদু!
কইতেও পারি না, সইতেও পারি না।
আমার পরাণডা খালি তোমার লাইগা কান্দে,
কেন আইলা এই পোড়ামনের ঠিকানায়?
সেই দিন থেইকা এই দিলডা তোমার জিম্মায়,
এই ভালোবাসার ঘা আর কোনোদিন সারবো না।
কবি- নাজমুল ইসলাম