
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও আলোচনায়। সম্প্রতি মুম্বাইয়ের একটি ফ্যাশন শোতে স্বামী জহির ইকবালের সঙ্গে হাজির হয়ে এই অভিনেত্রী নতুন করে গুঞ্জনের জন্ম দেন। তার পোশাক, আচরণ এবং বিশেষভাবে তার শাড়ির অদ্ভুত স্টাইল দেখে শুরু হয় মা হওয়ার গুঞ্জন।
গুঞ্জনের সূত্রপাত হয় সোনাক্ষীর লাল রঙের আনারকলি শাড়ির সঙ্গে পরা উড়নাটি দেখে। উড়নাটি কাঁধ থেকে এমনভাবে ঝুলছিল যে, অনেকেরই ধারণা ছিল, সোনাক্ষী হয়তো পেটের অংশটি আড়াল করতে চাইছেন। এছাড়া ছবি তোলার সময়ে সোনাক্ষী যখন পেটের কাছে হাত দিয়ে পোজ দেন, তা আরও গুঞ্জন ছড়ায়, যেন অভিনেত্রী সত্যিই গর্ভবতী।
এসব গুঞ্জন যখন ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়, তখন সোনাক্ষী নিজেই মুখ খুললেন। অভিনেত্রী তার ভক্তদের জানিয়ে দেন যে, বর্তমানে তিনি গুজব এবং ভিত্তিহীন আলোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। সোনাক্ষী বলেন, এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিগত জীবন খুব ভালো যাচ্ছে। তাই আমি এখন এসব গুজবে কোনো গুরুত্ব দেব না। কাজ শুরু করলে এই বিষয়গুলো নিয়ে কথা বলব, তবে এখন নয়।
এছাড়া সোনাক্ষী জানান যে, তিনি তার ব্যক্তিগত জীবনকে সম্মান দিতে চান এবং সেটা নিয়েই স্বাভাবিকভাবে এগিয়ে চলতে চান।
বলিউডের বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, সোনাক্ষী এই মুহূর্তে নতুন কোনো ছবিতে কাজ করছেন না, তবে তার ভক্তরা এখনো অপেক্ষা করছেন তার পরবর্তী প্রজেক্টের জন্য।
বিনোদন ডেস্ক 






























