
মক্কায় গ্র্যান্ড মসজিদের পাশে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘কিং সালমান গেট’ প্রকল্পের উদ্বোধন করেছেন। ১২ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পে একসঙ্গে প্রায় ৯ লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এতে মসজিদের ধারণক্ষমতা বাড়বে এবং হাজিদের জন্য প্রবেশ পথ আরও সুবিধাজনক হবে।
প্রকল্পে থাকবে ৫০০০০ আবাসন ইউনিট, ১৬০০০ হোটেল রুম, ২০০০০০ বর্গমিটার বাণিজ্যিক এলাকা এবং ৩৯০০০ গাড়ি পার্কিং সুবিধা। এ ছাড়া প্রায় ১৯০০০ বর্গমিটার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হবে।
পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহায়ক সংস্থা ‘রুয়া আল হারাম আল মাক্কি কোম্পানি’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে প্রায় ৩ লাখ নতুন চাকরি সৃষ্টির আশা করা হচ্ছে।
এই প্রকল্প সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর অংশ হিসেবে দেশের অর্থনীতি বৈচিত্র্যময় করা এবং শহুরে উন্নয়ন আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। —খবরের কাগজ
আন্তর্জাতিক ডেস্ক 







































