
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে চার দফা দাবিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টার সময় মৌলভীবাজার চৌমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের আহ্বায়ক : মাও: আহমেদ বিলাল,সদস্য সচিব : মাও: আলাউর রহমান টিপু,মাও: মকবুল হোসেন খান, উপদেষ্টা,বিশিষ্ট ব্যক্তিত্ব,খালেদ হোসেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে মাও: আহমেদ বিলাল বলেন, মিরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ: এই নির্দিষ্ঠ রাস্তাটিকে চার লেনে রূপান্তরের দাবি জানিয়েছেন, যা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে।
বক্তারা আরো বলেন ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্নকরণ: ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। যা যাত্রীদের দুর্ভোগ কমাবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করবে।
শমশেরনগর বিমানবন্দর চালুর দাবিও বক্তারা তুলেন। বিমানবন্দরটি দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন, যা মৌলভীবাজার এবং এর আশেপাশের এলাকার প্রবাসী যাত্রীদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
মৌলভীবাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূরীকরণ মাধ্যমে মৌলভীবাজার বাসির রেল ও বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে, যাতে তারা ন্যায্য মূল্যে টিকিট পেতে পারেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 







































