
মেহেদী হাসান, রাজবাড়ী
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়ন যুবদলের র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে ইউনিয়ন যুবদলের আয়োজনে জামালপুর বাজারে র ্যালি বের হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবদল নেতা এনামুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
অন্যানের মাঝে বক্তৃতা করেন, জামালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাকি, সাংগঠনিক সম্পাদক মো শওকত খান, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মুন্নু মোল্লা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলার জাসাস এর সাংগঠনিক সম্পাদক, জুমারত শেখ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহজাহান, হাসেম পাপ্পু,জামালপুর ইউনিয়ন যুবদল নেতা রিয়াজ শেখ, যুবদল নেতা অনিক ইসলাম, ওহিদুল শেখ, ফিরোজ শেখ,উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো সবুজ, বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল সহসভাপতি আশিক খান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমান এর রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আ.লীগ সরকার বিতাড়িত হলেও দেশ নিয়ে এখনো স্বরযন্ত্র চলছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সকল স্বরযন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং এই ৩১ দফা বাস্তবায়ন হবে এজাতির আশা আকাঙ্খা পূরন হবে।
মেহেদী হাসান, রাজবাড়ী 






























