বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে এআই চ্যাট বন্ধ করতে পারবেন অভিভাবকরা

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম খুব শিগগিরই নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবেন। শুক্রবার মেটা ঘোষণা করেছে, এই নতুন ফিচারগুলো আগামী বছর থেকে ধীরে ধীরে চালু করা হবে।

নতুন ফিচারের আওতায়, অভিভাবকরা চাইলে কিশোর ব্যবহারকারীদের নির্দিষ্ট এআই চরিত্রের সঙ্গে চ্যাট করা বন্ধ করতে পারবেন। অথবা একেবারে সব এআই চ্যাট অপশনই নিষ্ক্রিয় করতে পারবেন। এছাড়া অভিভাবকরা দেখতে পাবেন তাদের সন্তানরা কোন ধরনের বিষয় নিয়ে এসব এআই চরিত্রের সঙ্গে কথা বলছে।

সম্প্রতি কয়েকটি রিপোর্টে দেখা গেছে, অনেক কিশোর-কিশোরী এআই চ্যাটবটের সঙ্গে সম্পর্ক তৈরি করে বাস্তব জীবনে একাকিত্বে ভুগছে। কিছু ক্ষেত্রে এটি মানসিক স্বাস্থ্য সমস্যা এমনকি আত্মহত্যার ঘটনাতেও ভূমিকা রেখেছে বলে অভিযোগ উঠেছে।

জনপ্রিয় ক্যারেক্টার এআই অ্যাপের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। যেখানে অভিযোগ করা হয়েছে যে, প্ল্যাটফর্মটি কিছু কিশোরের আত্মহত্যা ও আত্মক্ষতির ঘটনায় পরোক্ষ ভূমিকা রেখেছে। একইভাবে, ২০২৫ সালের আগস্টে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইন নামের এক কিশোরের আত্মহত্যা ঘটনার অভিযোগে ওপেন এআই–এর বিরুদ্ধেও মামলা হয়েছে।

এপ্রিল মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক অনুসন্ধানে দেখা যায়, মেটার চ্যাটবটসহ কিছু এআই বট অপ্রাপ্তবয়স্ক হিসেবেও শনাক্ত অ্যাকাউন্টের সঙ্গে যৌন কথোপকথনে জড়িয়ে পড়েছিল।

মেটা জানিয়েছে, তাদের এআই চরিত্রগুলো “আত্মহত্যা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস” সংক্রান্ত আলোচনা থেকে বিরত থাকার জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও কিশোর ব্যবহারকারীরা শুধু শিক্ষা, খেলাধুলা বা সাধারণ জ্ঞানের মতো নিরাপদ বিষয়ভিত্তিক এআই চরিত্রের সঙ্গে চ্যাট করতে পারবে।

ইনস্টাগ্রাম সম্প্রতি তাদের “টিন অ্যাকাউন্ট” সেটিংসকে পিজি-১৩ রেটিং অনুযায়ী সাজিয়েছে। যাতে কিশোরদের সামনে অশালীন ভাষা, সহিংসতা বা ক্ষতিকর আচরণ–সম্পর্কিত পোস্ট না আসে।

এছাড়া, সেপ্টেম্বরের শেষদিকে অপেন এআই তাদের চ্যাটজিপিটি–এর জন্যও প্যারেন্টাল কন্ট্রোল চালু করে। যা গ্রাফিক কনটেন্ট, ভাইরাল চ্যালেঞ্জ, যৌন বা সহিংস রোল প্লে এবং অস্বাভাবিক সৌন্দর্য ধারণা কমিয়ে দেয়।

মেটা বলছে, নতুন ফিচারের লক্ষ্য হলো “কিশোরদের মানসিক সুস্থতা রক্ষা এবং অভিভাবকদের হাতে আরও নিয়ন্ত্রণ দেওয়া।” এই নিয়ন্ত্রণগুলো আগামী বছর থেকে ধাপে ধাপে ইনস্টাগ্রাম অ্যাপে যুক্ত হবে।

জনপ্রিয়

শীতে বয়ফ্রেন্ডের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে

ইনস্টাগ্রামে এআই চ্যাট বন্ধ করতে পারবেন অভিভাবকরা

প্রকাশের সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইনস্টাগ্রাম খুব শিগগিরই নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবেন। শুক্রবার মেটা ঘোষণা করেছে, এই নতুন ফিচারগুলো আগামী বছর থেকে ধীরে ধীরে চালু করা হবে।

নতুন ফিচারের আওতায়, অভিভাবকরা চাইলে কিশোর ব্যবহারকারীদের নির্দিষ্ট এআই চরিত্রের সঙ্গে চ্যাট করা বন্ধ করতে পারবেন। অথবা একেবারে সব এআই চ্যাট অপশনই নিষ্ক্রিয় করতে পারবেন। এছাড়া অভিভাবকরা দেখতে পাবেন তাদের সন্তানরা কোন ধরনের বিষয় নিয়ে এসব এআই চরিত্রের সঙ্গে কথা বলছে।

সম্প্রতি কয়েকটি রিপোর্টে দেখা গেছে, অনেক কিশোর-কিশোরী এআই চ্যাটবটের সঙ্গে সম্পর্ক তৈরি করে বাস্তব জীবনে একাকিত্বে ভুগছে। কিছু ক্ষেত্রে এটি মানসিক স্বাস্থ্য সমস্যা এমনকি আত্মহত্যার ঘটনাতেও ভূমিকা রেখেছে বলে অভিযোগ উঠেছে।

জনপ্রিয় ক্যারেক্টার এআই অ্যাপের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। যেখানে অভিযোগ করা হয়েছে যে, প্ল্যাটফর্মটি কিছু কিশোরের আত্মহত্যা ও আত্মক্ষতির ঘটনায় পরোক্ষ ভূমিকা রেখেছে। একইভাবে, ২০২৫ সালের আগস্টে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইন নামের এক কিশোরের আত্মহত্যা ঘটনার অভিযোগে ওপেন এআই–এর বিরুদ্ধেও মামলা হয়েছে।

এপ্রিল মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক অনুসন্ধানে দেখা যায়, মেটার চ্যাটবটসহ কিছু এআই বট অপ্রাপ্তবয়স্ক হিসেবেও শনাক্ত অ্যাকাউন্টের সঙ্গে যৌন কথোপকথনে জড়িয়ে পড়েছিল।

মেটা জানিয়েছে, তাদের এআই চরিত্রগুলো “আত্মহত্যা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস” সংক্রান্ত আলোচনা থেকে বিরত থাকার জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও কিশোর ব্যবহারকারীরা শুধু শিক্ষা, খেলাধুলা বা সাধারণ জ্ঞানের মতো নিরাপদ বিষয়ভিত্তিক এআই চরিত্রের সঙ্গে চ্যাট করতে পারবে।

ইনস্টাগ্রাম সম্প্রতি তাদের “টিন অ্যাকাউন্ট” সেটিংসকে পিজি-১৩ রেটিং অনুযায়ী সাজিয়েছে। যাতে কিশোরদের সামনে অশালীন ভাষা, সহিংসতা বা ক্ষতিকর আচরণ–সম্পর্কিত পোস্ট না আসে।

এছাড়া, সেপ্টেম্বরের শেষদিকে অপেন এআই তাদের চ্যাটজিপিটি–এর জন্যও প্যারেন্টাল কন্ট্রোল চালু করে। যা গ্রাফিক কনটেন্ট, ভাইরাল চ্যালেঞ্জ, যৌন বা সহিংস রোল প্লে এবং অস্বাভাবিক সৌন্দর্য ধারণা কমিয়ে দেয়।

মেটা বলছে, নতুন ফিচারের লক্ষ্য হলো “কিশোরদের মানসিক সুস্থতা রক্ষা এবং অভিভাবকদের হাতে আরও নিয়ন্ত্রণ দেওয়া।” এই নিয়ন্ত্রণগুলো আগামী বছর থেকে ধাপে ধাপে ইনস্টাগ্রাম অ্যাপে যুক্ত হবে।