বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণ গেল স্কুল শিক্ষকের

প্রতীকী ছবি

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও এখনও ঘটছে মৃত্যুর ঘটনা। আবারও আক্রান্ত হয়ে সুমন শিকারি (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

মৃত সুমন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা। তিনি ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার (১৮ অক্টোবর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। এ ছাড়াও  বেতাগীতে ২ এবং পাথরঘাটায় ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৫৬ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

ডেঙ্গুতে প্রাণ গেল স্কুল শিক্ষকের

প্রকাশের সময় : ১২:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও এখনও ঘটছে মৃত্যুর ঘটনা। আবারও আক্রান্ত হয়ে সুমন শিকারি (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

মৃত সুমন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা। তিনি ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার (১৮ অক্টোবর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। এ ছাড়াও  বেতাগীতে ২ এবং পাথরঘাটায় ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৫৬ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন।