
মেহেদী হাসান, রাজবাড়ী
বিএনপির ভাড়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আ:রব মিয়া।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি প্রাফেসর ডা. রফিকুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন রাজবাড়ী ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক। এসময় অন্যানের মাঝে বক্তব্য দেন, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ সাগর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন,সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন জুয়েল ভূমিহীন নেতা শাহ আলম প্রমুখ। সমাবেশ প্রধান বক্তা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই রাজবাড়ী ২ (পাংশা বালিয়াকান্দি কালুখালী) আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছে আমি ধানের শীষের মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি এই রাজবাড়ী ২ আসনের মাদক, চাঁদাবাজ নির্মুলে সকল পদক্ষেপ গ্রহন করবো। বেকারদের কারিগরি প্রশক্ষনের মাধ্যমে চাকরি ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রাজবাড়ী জেলার মানুষের জীবন মান উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহন করা হবে। এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 



















