
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ডোবা থেকে মানুষের পায়ের দুটি হাড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার চকনিহাল গ্রামে স্থানীয়দের খবরের ভিত্তিতে হাড় দুটি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয়রা ডোবার কচুরিপানার নিচে হাড় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাড় দুটি উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মানুষের পায়ের হাড়। তবে ঘটনাস্থলে অন্য কোনো হাড় বা কঙ্কাল পাওয়া যায়নি। উদ্ধারকৃত হাড় পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল বিভাগে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।
সিরাজগঞ্জ প্রতিনিধি 



































