
মেহেদী হাসান, রাজবাড়ী
মা ইলিশ রক্ষা করতে ২২ দিনের জন্য ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্হানীয় প্রশাসন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ইলিশ মাছ শিকার করে যাচ্ছে কিছু অসাধু জেলেরা। প্রশাসন সুত্রে জানা গেছে ১৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ শনিবার রাত ০৩:১০টা থেকে সকাল ০৮:৩০ ঘটিকা পর্যন্ত উক্ত নিষেধাজ্ঞায় অভিযান চালায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা,এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান,ঐ অভিযানে গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলা কালে ২ জন শিশু সহ
![]()
১০ (দশ) জনকে মা ইলিশ মাছ ধরার সময় হাতেনাতে আটক করে ।এ সময় ০২ জন শিশু হওয়ায় তার প্রকৃত অভিভাবক এর জিম্মায় প্রদান করা হয়।
১০ (দশ) জনকে মা ইলিশ মাছ ধরার সময় হাতেনাতে আটক করে ।এ সময় ০২ জন শিশু হওয়ায় তার প্রকৃত অভিভাবক এর জিম্মায় প্রদান করা হয়।
আরোজানা গেছে প্রায় ১০,০০,০০০ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল, এবং ২৫ কেজি ইলিশ মাছ আটক পূর্বক জব্দ করে। পরবর্তীতে ০৮ জন আসামিদের প্রত্যেককে ০৭ দিন করে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। পরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়
শিকার করা মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন করা হয়।
মেহেদী হাসান, রাজবাড়ী 



















