সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (এসবিপি, ওএসপি, আরসিডিএস, পিএসসি) নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন।’

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক,  সাবেক মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, এবং মোঃ রানা প্রমুখ।’

এছাড়াও নান্দাইল সদর প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন তাঁর সম্ভাব্য নির্বাচনী ইশতেহারে তিনটি মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন- শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।’

তিনি বলেন, “একটি দেশকে সমৃদ্ধশালী করতে হলে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের মতো সর্বনাশা পথ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, “যুব সমাজকে সৃজনশীল বিনোদনের সুযোগ দিতে হবে, যাতে তারা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে।’

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির বৃহত্তর অংশ কৃষিনির্ভর, তাই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

এ সময় তিনি নান্দাইলের স্বাস্থ্যখাতের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।’

তিনি আরও বলেন, “আগামীর নান্দাইল হবে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও শিক্ষাবান্ধব। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য।’

মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে বলেন,

> “আমাকে ‘স্যার’ নয়, আপনাদের বন্ধু বা ভাই ভাবতে পারেন। স্যার বলে আমাকে দূরে ঠেলে দেবেন না।’

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে যদি আমি মনোনয়ন পাই, তবে নান্দাইলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নান্দাইলবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করব। উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নান্দাইল গড়াই আমার অঙ্গীকার।’

জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন

প্রকাশের সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (এসবিপি, ওএসপি, আরসিডিএস, পিএসসি) নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন।’

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক,  সাবেক মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, এবং মোঃ রানা প্রমুখ।’

এছাড়াও নান্দাইল সদর প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন তাঁর সম্ভাব্য নির্বাচনী ইশতেহারে তিনটি মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন- শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।’

তিনি বলেন, “একটি দেশকে সমৃদ্ধশালী করতে হলে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের মতো সর্বনাশা পথ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, “যুব সমাজকে সৃজনশীল বিনোদনের সুযোগ দিতে হবে, যাতে তারা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে।’

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির বৃহত্তর অংশ কৃষিনির্ভর, তাই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

এ সময় তিনি নান্দাইলের স্বাস্থ্যখাতের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।’

তিনি আরও বলেন, “আগামীর নান্দাইল হবে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও শিক্ষাবান্ধব। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য।’

মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে বলেন,

> “আমাকে ‘স্যার’ নয়, আপনাদের বন্ধু বা ভাই ভাবতে পারেন। স্যার বলে আমাকে দূরে ঠেলে দেবেন না।’

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে যদি আমি মনোনয়ন পাই, তবে নান্দাইলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নান্দাইলবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করব। উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নান্দাইল গড়াই আমার অঙ্গীকার।’