সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক পার হতে গিয়ে সিরাজগঞ্জে এলজিইডি প্রকৌশলীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় মো. রবিন ইসলাম (৩০) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল–বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ইসলাম একই এলাকার দত্তকুশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রবিন ইসলাম প্রতিদিন বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। সন্ধ্যায় অফিস শেষে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
জনপ্রিয়

‘মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান’

মহাসড়ক পার হতে গিয়ে সিরাজগঞ্জে এলজিইডি প্রকৌশলীর মৃত্যু

প্রকাশের সময় : ১০:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় মো. রবিন ইসলাম (৩০) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল–বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ইসলাম একই এলাকার দত্তকুশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রবিন ইসলাম প্রতিদিন বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। সন্ধ্যায় অফিস শেষে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।