শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে প্রেমের বিয়ে, ৩ মাস পর শ্বশুরবাড়িতে নার্সিং শিক্ষার্থীর লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের তিন মাসের মাথায় রহস্যজনকভাবে মারা গেছেন মোছা. সুমী খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী। রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমী খাতুন চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিন মাস আগে তিনি ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪)।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই খবর আসে সুমী গলায় ফাঁস দিয়েছেন। পরে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রেজাউল করিম অভিযোগ করেন, মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলা হচ্ছে। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. এম. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই সুমীর মৃত্যু হয় এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শেরপুর থানার ওসি এস. এম. মঈনুদ্দিন মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

সিরাজগঞ্জে প্রেমের বিয়ে, ৩ মাস পর শ্বশুরবাড়িতে নার্সিং শিক্ষার্থীর লাশ

প্রকাশের সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের তিন মাসের মাথায় রহস্যজনকভাবে মারা গেছেন মোছা. সুমী খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী। রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমী খাতুন চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিন মাস আগে তিনি ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪)।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই খবর আসে সুমী গলায় ফাঁস দিয়েছেন। পরে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রেজাউল করিম অভিযোগ করেন, মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলা হচ্ছে। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. এম. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই সুমীর মৃত্যু হয় এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শেরপুর থানার ওসি এস. এম. মঈনুদ্দিন মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।