
অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে ৩-এ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস এফসিকে আতিথ্য দিয়েছিল বার্সেলোনা। গ্রিসের ক্লাবকে নিয়ে এদিন ছেলেখেলা করে স্প্যানিশ জায়ান্টরা। ৬-১ গোলে উড়িয়ে দেয় তাদের। তবে এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা ফেরমিন লোপেজ।
ম্যাচের প্রথম দুইটি গোলের পাশাপাশি ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফেরমিন লোপেজ। আর ফেরমিন এই হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ৬৯ বছরের ইতিহাসে বার্সেলোনার প্রথম স্প্যানিশ তারকা বনে যান যিনি এই কীর্তি গড়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে লুইস এনরিকে একবার ইউরোপীয় ম্যাচে তিন গোল করেছিলেন, তবে সেটি ছিল ইউরোপা লিগে। তাই লোপেজের এই অর্জন একেবারেই আলাদা জায়গা করে নিয়েছে।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন স্প্যানিশ লুইস সুয়ারেজ, ডেভিড ভিয়ার মতো ফরোয়ার্ড, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তার মতো খেলোয়াড়রা, কিন্তু কেউই কখনও হ্যাটট্রিক করতে পারেননি। যা গত রাতে করলেন ফেরমিন।
ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে লোপেজ বলেন, ‘বার্সার হয়ে আমার প্রথম হ্যাটট্রিক, এটা একেবারে স্বপ্নপূরণের মতো। এখন আরও পরিশ্রম করতে হবে। সতীর্থদের ধন্যবাদ জানাই, কারণ বলটিতে তাদেরও অবদান আছে, এটা তাদের জন্যও।
স্পোর্টস ডেস্ক 



















