
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জুবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২শে অক্টোবর (বুধবার) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ঋষি পাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
নিহত শিশু জুবায়ের একই এলাকার মোঃ ইমরান আলী (সাগর) এর একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশু জুবায়ের খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন মর্মান্তিক মৃত্যুতে ঐ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি পুকুর বা জলাশয়ের আশেপাশে শিশুদের খেলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মুখে মুখে।
শিশু মৃত্যুর বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশু মৃত্যুর বিষয়টি আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সবাইকে শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন হতে হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































