বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বসতঘরের ফ্লোর ভেঙে বিষধর পদ্মগোখরোর ৩১ বাচ্চা উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বসতঘরের দুইটি কক্ষের ফ্লোর ভেঙে বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকার একটি বসতঘর থেকে এই বিশাল সংখ্যক সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ধারকাজটি সফলভাবে সম্পন্ন করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহকারী মো. জিসাত।

উদ্ধারকারীরা জানান, ৩১টি বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চার পাশাপাশি তারা সাপের ৪০টি ডিমের খোসাও উদ্ধার করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে আরও সাপের বাচ্চা সেখানে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম বলেন, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা সাপের বাচ্চাগুলো আমাদের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে আমরা বনবিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আলোচনা করে এই বাচ্চাগুলোকে বনাঞ্চলে নিরাপদে অবমুক্ত করব। এই ধরনের বসতঘরে এত বিষধর সাপের উপস্থিতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জনপ্রিয়

বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান

বসতঘরের ফ্লোর ভেঙে বিষধর পদ্মগোখরোর ৩১ বাচ্চা উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বসতঘরের দুইটি কক্ষের ফ্লোর ভেঙে বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকার একটি বসতঘর থেকে এই বিশাল সংখ্যক সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ধারকাজটি সফলভাবে সম্পন্ন করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহকারী মো. জিসাত।

উদ্ধারকারীরা জানান, ৩১টি বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চার পাশাপাশি তারা সাপের ৪০টি ডিমের খোসাও উদ্ধার করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে আরও সাপের বাচ্চা সেখানে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম বলেন, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা সাপের বাচ্চাগুলো আমাদের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে আমরা বনবিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আলোচনা করে এই বাচ্চাগুলোকে বনাঞ্চলে নিরাপদে অবমুক্ত করব। এই ধরনের বসতঘরে এত বিষধর সাপের উপস্থিতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।