
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডাক্তার হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো সবসময় রোগীদের পাশে থাকা। রোগীদের সুস্থতায়ই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তি।
তিনি তাঁর কারাবাসকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, কারাগারে থাকাকালীন সময়েও আমি চিকিৎসাসেবা দিয়ে গেছি। চিকিৎসা পেশা শুধু চাকরি নয়, এটি মানবসেবার এক মহান দায়িত্ব।
মেয়র বলেন, মানুষের আস্থার জায়গায় ডাক্তারদের পৌঁছাতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ করতে হবে।
তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উল্লেখ করে বলেন, “৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন—সব সময়ই ডাক্তাররা জনগণের পাশে ছিলেন।”
ডা. শাহাদাত হোসেন সকল চিকিৎসককে আহ্বান জানান—লাল-সবুজের পতাকাকে বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী, পরিচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা. ইলিয়াছ চৌধুরী (উপ-পরিচালক), ডা. মনোজ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান, ডা. ফয়জুর রহমান, এবং ডা. বেলায়েত হোসেন ডালি প্রমুখ।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 







































