সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আমার দেশের সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার উপর নৃশংস হামলা চালায়। শারীরিকভাবে নির্যাতন করে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু, আব্দুর রহমান।
এটি একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্যকে গলা টিপে হত্যা করা।
বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা— আমরা কোনোভাবেই তা মেনে নেব না।’
জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আমার দেশের সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার উপর নৃশংস হামলা চালায়। শারীরিকভাবে নির্যাতন করে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু, আব্দুর রহমান।
এটি একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্যকে গলা টিপে হত্যা করা।
বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা— আমরা কোনোভাবেই তা মেনে নেব না।’