
মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে মোংলা উপজেলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগসহ পথসভা করেছে মোংলা উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম।
শনিবার (১ নভেম্বর) সুন্দরবন ও চিলা ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
পথসভায় মৃধা ফারুকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, ‘এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জালাল মোছাল্লি, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলি তরফদার, দপ্তর সম্পাদক আঃ হালিম শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ সালাম সরদার, সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ওজিয়ার সরদার, মোঃ নুর ইসলাম মোছাল্লি, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মোংলা সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন ব্যাপারী, এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল সহ প্রমুখ।
মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ 




































