বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস

শনিবার (১লা নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককভাবে নয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় বড় উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। সমবায় আন্দোলনকে শক্তিশালী করে কৃষি, শিল্প ও সেবা খাতে আরও অগ্রগতি অর্জন সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

নেত্রকোণায় জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস

শনিবার (১লা নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককভাবে নয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় বড় উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। সমবায় আন্দোলনকে শক্তিশালী করে কৃষি, শিল্প ও সেবা খাতে আরও অগ্রগতি অর্জন সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।