
পাভেল মিয়া (ফুলবাড়ী) কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করেছে। এ অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হলেও দৌড়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা। তবে বিজিবি বলেছে, সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। সে মোতাবেক শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালারহাট বিওপি’র আওতাধীন পালপাড়া নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহভাজন একটি ইজিবাইক আসতে দেখে বিজিবি টহল দল থামানোর নির্দেশ দিলে চোরাকারবারীরা ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকে তল্লাশী করে ভারতীয় ৪০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ ইজিবাইকটিও জব্দ করে বিজিবি সদস্যরা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
পাভেল মিয়া (ফুলবাড়ী) কুড়িগ্রাম 






































