
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকের বাগেরহাট বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদের বাগেরহাট জেলা সভাপতি তালুকদার বকতিয়ার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এছাড়াও হেযবুত তওহীদের মোংলা উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট উপজেলা সভাপতি এনামুল মোড়ল, রামপাল উপজেলা সভাপতি আবু মুসা বক্তব্য রাখেন।
গোলটেবিল বৈঠকে হেযবুত তওহীদের নেতারা বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ পবিত্র ইসলামের তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। বর্তমান কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারায় রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হচ্ছে। তাই তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন হেযবুত তওহীদের নেতারা।।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 






































