সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন ফিরে পেল জাগপা

  • যশোর অফিস:
  • প্রকাশের সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৮
যশোর অফিস:
এক যুগ পর আবারও নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। পরবর্তীতে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়। পরে জাগপা হাইকোর্টে রিট আবেদন করলে ২০২৫ সালের ১৯ মার্চ মাননীয় হাইকোর্ট বিভাগ নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়।
নিবন্ধন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপার প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত বলেন,“বিপ্লব ও বিপ্লবীদের কখনো দাবিয়ে রাখা যায় না। আজকের এই দিন ফ্যাসিবাদের পরাজয়ের প্রতীক।”
অমিত আরও বলেন,“জাগপা সব সময় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থেকেছে। নানা দেশি-বিদেশি ষড়যন্ত্র সত্ত্বেও সত্যের বিজয় হয়েছে।”
জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

নিবন্ধন ফিরে পেল জাগপা

প্রকাশের সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
যশোর অফিস:
এক যুগ পর আবারও নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। পরবর্তীতে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়। পরে জাগপা হাইকোর্টে রিট আবেদন করলে ২০২৫ সালের ১৯ মার্চ মাননীয় হাইকোর্ট বিভাগ নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়।
নিবন্ধন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপার প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত বলেন,“বিপ্লব ও বিপ্লবীদের কখনো দাবিয়ে রাখা যায় না। আজকের এই দিন ফ্যাসিবাদের পরাজয়ের প্রতীক।”
অমিত আরও বলেন,“জাগপা সব সময় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থেকেছে। নানা দেশি-বিদেশি ষড়যন্ত্র সত্ত্বেও সত্যের বিজয় হয়েছে।”