বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের দুবলার চরে সমুদ্রে ভেসে যাওয়া পর্যটককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে গোসল করতে নেমে সমুদ্রের জোয়ারে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে দুবলার চরে আগত এক পর্যটক গোসল করতে সমুদ্রে নামলে প্রবল জোয়ারের স্রোতে ভেসে যান। খবর পেয়ে দুবলার চর কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরবর্তীতে কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে পর্যটককে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মানবতার সেবায় নিবেদিত বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

সুন্দরবনের দুবলার চরে সমুদ্রে ভেসে যাওয়া পর্যটককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশের সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে গোসল করতে নেমে সমুদ্রের জোয়ারে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে দুবলার চরে আগত এক পর্যটক গোসল করতে সমুদ্রে নামলে প্রবল জোয়ারের স্রোতে ভেসে যান। খবর পেয়ে দুবলার চর কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরবর্তীতে কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে পর্যটককে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মানবতার সেবায় নিবেদিত বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।