
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কুপ্রস্তাব ও শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০ জুলাই বিদ্যালয়ের তিন শিক্ষক তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমানকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি ১৮ আগস্ট বিদ্যালয়ে উপস্থিত থেকে উভয় পক্ষকে নোটিশ দেয় এবং ২৫ আগস্ট গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ওইদিন শতাধিক অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
তদন্ত কমিটি অভিযোগকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের বক্তব্য গ্রহণ করে লিখিত বিবরণ সংগ্রহ করে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়।
অভিযোগকারী শিক্ষকদের দাবি, তদন্তের পরও বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রভাব অব্যাহত থাকায় তাঁরা মানসিকভাবে চাপে রয়েছেন। তাঁরা দ্রুত বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন ৩১ আগস্ট সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। পরে জেলা অফিস থেকে প্রতিবেদনটি রাজশাহী বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
রাজশাহী বিভাগীয় উপপরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্তের ফল প্রকাশ ও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 




































