
শহিদ জয়, যশোর
যশোরের মনিরামপুরে উপজেলায় মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। তারা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রঞ্জিত কুমার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ.আর. মহিলা কলেজের শিক্ষক এবং পাপিয়া কুমার দাস জনস্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে রঞ্জিত কুমার মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে বাকশপোল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে যশোর হাসপাতাল মর্গে রয়েছে।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
শহিদ জয়, যশোর 





































