
ক্রিস্টিয়ানো রোনালদোর সমকালীন বেশিরভাগ ফুটবলার খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছেন। অথচ ৪০ বছর বয়সেও দিব্যি ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন এই পর্তুগিজ। বড় ধরণের কোনো নাটকীয়তা না ঘটলে সৌদি ক্লাব আল নাসরে খেলা রোনালদো আগামী বছর পর্তুগালের জার্সিতে কারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক এই পর্তুগিজকে হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক।
আল নাসরের জার্সিতে গোলের তুবড়ি ছোটানো ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন ‘শিগগিরই’ তিনি অবসর নেবেন। ৪০ বছর বয়সী এই কিংবদন্তি স্বীকার করেছেন, গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি মেনে নেওয়া তার জন্য কঠিন হবে, যদিও তিনি অনেকদিন ধরেই ফুটবল-পরবর্তী জীবনের প্রস্তুতি নিচ্ছেন।
আল নাসরের এই ফরোয়ার্ড ক্লাব ও দেশের হয়ে সর্বমোট ৯৫২ গোল করে বর্তমানে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত মাসে তিনি বলেছিলেন, অবসরের আগে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া তার লক্ষ্য।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ও ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা বিষয়ের পাশাপাশি রোনালদো কথা বলেছেন অবসর প্রসঙ্গেও। কবে নাগাদ অবসর নেবেন–মরগানের এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘শিগগিরই।
রোনালদো আরও বলেন, ‘আমার মনে হয় আমি প্রস্তুত থাকব। তবে এটা খুব, খুব কঠিন হবে। কিন্তু আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছি। আমি জানি, সেই মানসিক চাপ সামলাতে পারব। ফুটবলে গোল করার যে অ্যাড্রেনালিন, তার সঙ্গে কিছুই তুলনা চলে না।’
‘কিন্তু প্রতিটি কিছুরই শুরু আছে, আবার শেষও আছে। এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করার জন্য আরও বেশি সময় দিতে চাই।’–রোনালদো যোগ করেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা এই সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনো ক্লাবটির ফলাফল অনুসরণ করেন, যদিও তিন বছর আগে ক্লাবটিতে তার দ্বিতীয় মেয়াদকাল হতাশাজনকভাবে শেষ হয়েছিল।
গত মৌসুমে ইউনাইটেড তাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে থেকে শেষ করে। ১৯৭৩-৭৪ মৌসুমে অবনমন হওয়ার পর প্রথমবার ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।
রোনালদো বলেন, ‘আমি দুঃখিত, কারণ ক্লাবটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর একটি, আর এখনো আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। ইউনাইটেডের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের কোনো সঠিক কাঠামো নেই। আমি আশা করি বর্তমান ও ভবিষ্যতে সেটা বদলাবে, কারণ ক্লাবটির সম্ভাবনা সত্যিই অবিশ্বাস্য।’
তিনি যোগ করেন, ‘তারা সঠিক পথে নেই। এটা শুধু কোচ বা খেলোয়াড়দের ব্যাপার নয়, আমার মতে… কোচ তার সর্বোচ্চটা দিচ্ছেন। আপনি কী করতে পারেন? অলৌকিক ঘটনা তো অসম্ভব।
স্পোর্টস ডেস্ক 







































