সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।


মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ফরম জমা দেয়ার পর, ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রথমত, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। তৃতীয়ত, দলের দুই মুখ্য সংগঠক এবং সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ থাকবে।

ডা. জারা বলেন, আজকের কার্যক্রমের মাধ্যমে এনসিপি আনুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতিতে প্রবেশ করেছে এবং প্রার্থীদের জন্য একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

প্রকাশের সময় : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।


মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ফরম জমা দেয়ার পর, ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রথমত, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। তৃতীয়ত, দলের দুই মুখ্য সংগঠক এবং সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ থাকবে।

ডা. জারা বলেন, আজকের কার্যক্রমের মাধ্যমে এনসিপি আনুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতিতে প্রবেশ করেছে এবং প্রার্থীদের জন্য একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।