
মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বেলা ১১টায় রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরীর সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নওশাদ খান।
অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা হারাধন কর্মকার,সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাকিবুজ্জামান রাজু,দৈনিক নববাণী পত্রিকা তিন পার্বত্য জেলার ব্যুরো চীফ ডেভিড সাহা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে , জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ,ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা,কৃষক দলের সভাপতি বিষু সাহা, প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সাংবাদিক সমাজ জীবনের ঝুকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের কল্যাণে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনার আয়োজন প্রশংসার দাবি রাখে। এর মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ করতে আরো উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নব নির্বাচিত প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন নব নির্বাচিত সভাপতি আজগর আলী খান,সিনিয়র সহ সভাপতি চাথোইমং মারমা, সহ সভাপতি কাইয়ুম হোসেন মিরাজ,সাধারণ সম্পাদক সুমন খান,সহ সাধারণ সম্পাদক উচাপ্রু মারমা,সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,অর্থ সম্পাদক নুশরাত জাহান নিশু ও কার্যকরী সদস্যরা।
সভার শুরুতে পবিত্র ধর্মগ্রহন্তের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ 







































