
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আয়োজনে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন,যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে শিক্ষার মানোন্নয়ন, বলেশ্বর নদী শাসন এবং শরণখোলা অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলাসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, এবং মোড়েলগঞ্জ রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।
এছাড়া যুবদল নেতা আলমগীর হোসেন, মানিক হোসেন উজ্জ্বল এবং স্থানীয় সম্প্রদায়ের পক্ষ থেকে লিটন মণ্ডল বক্তব্য রাখেন।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































