
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে দিনমজুরের পারিশ্রমিকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এক কিশোর দিনমজুরকে কাঁচি দিয়ে আঘাত করেছে অপর এক কিশোর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের ছালামতপুর সরদারপাড়ায় মনি’র চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আহত ইয়ানুর হোসেন (১৬)পেশায় দিনমজুর। আর পিতার নাম ইমদাদুল হক। রাতে পারিশ্রমিক ভাগাভাগি নিয়ে রোহিতা এলাকার নুরুন্নবীর ছেলে সহকর্মী মিকাইল (১৯),এর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিকাইল দোকানে থাকা কাঁচি দিয়ে ইয়ানুরের বুকের বাম পাশে ও পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা ইয়ানুরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে সে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান থানায় এখনো কেউ অভিযোগ করিনি অভিযোগ পেলে আইনানুগ।
যশোর প্রতিনিধি 




































