
যশোর প্রতিনিধি
যশোর শহরতলির কচুয়া ইউনিয়নের খানপাড়ায় বিষপান করে ইউনুস আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৃত ইউনুস আলী কচুয়া খানপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে অস্থির ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার এসআইও কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
যশোর প্রতিনিধি 






































