
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী।।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটি ও পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজী মহারাজ এর শীর্ষ বর্গ এবং ভক্তবৃন্দের সম্মিলিত উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকুট লীলা স্মরণোৎসব এবং গুরু মহারাজের ৩য় তিরোভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পারায়ণ বৈষ্ণব সেবা,পুষ্প যজ্ঞ ও সনাতন ধর্মীয় সম্মেলন ২০২৫ সেবা কুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
৭ই নভেম্বর রোজ শুক্রবার ব্রহ্মমুহূর্তে মঙ্গলআরতি ও বাল্যভোগ নিবেদন সকাল ১০ঘটিকায় শ্রীমৎ ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা,দুপুর ১২ঘটিকায় ধর্ম সম্মেলনে শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ অধ্যক্ষ ও উৎসব পরিচালনা কমিটির সভাপতি মাদব গৌর দাস বাবাজীর সভাপতিত্বে মহতী ধর্মীয় সম্মেলনে শুভ উদ্বোধক করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠ-অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি গুরু মহারাজ।
সাংবাদিক শ্রী হারাধন কর্মকারের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিকু কুমার দে,অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মঠ-অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় ট্রাষ্টি ধর্ম মন্ত্রণালয়ের শ্রীযুক্ত দীপক কুমার পালিত,গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জজকোর্টের সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান,বিশেষ অতিথি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুল হক,জেলা যুবদলের সভাপতি নুরু নবী সহ উপজেলা বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি,বাংলাদেশ গীতা শিক্ষা
পরিষদ(বাগীশিপ)কেন্দ্রীয় কমিটির অধ্যাপক শিপুল দে, চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির রাজীব ধর তমাল,চাকসু নির্বাচনে সমাজসেবা,পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে বিজয়ী শ্রীমতি পূর্ণিমা রাধে রাজস্থলী প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে আসা শত শত ভক্তরা অন্ন প্রসাদ গ্ৰহণ করে। এসময় অনুষ্ঠানে বিভিন্ন মঠ মন্দিরের মহারাজ গণ উপস্থিত ছিলেন।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী।। 







































