
যশোর প্রতিনিধি
ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় যশোর শাখার আয়োজনে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন আইডিইবির যশোর শাখার সদস্য,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ‘ভোরের সাথী’র সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, দেশের মোট বাজেটের প্রায় ৭০ শতাংশ উন্নয়ন খাতে ব্যয় হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই পরিকল্পনার ত্রুটির কারণে এসব কাজ জনগণের উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি উদাহরণ টেনে বলেন, “যশোরে প্রায় আটটি সেতু ভুল পরিকল্পনার কারণে ব্যবহার–সংক্রান্ত সমস্যায় পড়বে।” তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় যেন স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়।
যশোর প্রতিনিধি 






































