
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভূল্লী ডিগ্রি কলেজ ও মেসার্স আলহাজ্ব মনসুর আলী পেট্রোল পাম্পের মধ্যবর্তী স্থানে পঞ্চগড়–ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী সোনার বাংলা পরিবহন বাস ও ভূল্লী বাজার থেকে মুন্সিরহাটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চান মিয়া (৪৮) একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত চান মিয়া ভূল্লী থানার খলিশাকুড়ি কমলাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
এঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সোহেল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বোদা হাইওয়ে থানা পুলিশ জানায়,দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং ওপর জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে এবং নিহতের পরিবার অজ্ঞাতনামা মামলা দায়ের করেছেন।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 



















