
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুসলেহ শাফী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার।
তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। নিহত মুসলেহ শাফীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকায়। চিকিৎসকরা জানান, প্রায় দুই মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে জন্ডিস, তারপরই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। দুই ভাই, এক বোনের মধ্যে শাফী ছিলেন সবার বড়।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশিকুর রহমান খান বলেন, শাফীর মতো একজন মেধাবী ও বিনয়ী শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।
চট্টগ্রাম প্রতিনিধি 







































