সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দিনে-দুপুরে চুরি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের তৃতীয় তলার একটি ও চতুর্থ তলার দুটি ইউনিটের তালা ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

ভুক্তভোগী পরিবার পরিকল্পনা মাঠকর্মী আজিজা বেগম জানান, তার ইউনিট থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৯ হাজার টাকা চুরি হয়েছে। স্বাস্থ্য সহকারী সাবিনা ইয়াসমিন জানান, তার ঘর থেকে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে। চতুর্থ তলার সিনিয়র স্টাফ নার্স মনিকা না থাকায় তার ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে সকাল ৯টার পর সবাই বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়।

খবর পেয়ে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দিনে-দুপুরে চুরি

প্রকাশের সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের তৃতীয় তলার একটি ও চতুর্থ তলার দুটি ইউনিটের তালা ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

ভুক্তভোগী পরিবার পরিকল্পনা মাঠকর্মী আজিজা বেগম জানান, তার ইউনিট থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৯ হাজার টাকা চুরি হয়েছে। স্বাস্থ্য সহকারী সাবিনা ইয়াসমিন জানান, তার ঘর থেকে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে। চতুর্থ তলার সিনিয়র স্টাফ নার্স মনিকা না থাকায় তার ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে সকাল ৯টার পর সবাই বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়।

খবর পেয়ে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।