রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার প্লট জালিয়াতি মামলা, ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ আজ। রোববার (৯ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে। এ মামলার অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

 সাক্ষীদের জেরা করবেন মামলার ৯ নম্বর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমের আইনজীবী। গেল ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
 
ইতিমধ্যে সাক্ষীরা আদালতকে নিশ্চিত করেছেন, মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছিল।
 
সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।
জনপ্রিয়

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

হাসিনার প্লট জালিয়াতি মামলা, ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশের সময় : ১২:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ আজ। রোববার (৯ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে। এ মামলার অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

 সাক্ষীদের জেরা করবেন মামলার ৯ নম্বর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমের আইনজীবী। গেল ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
 
ইতিমধ্যে সাক্ষীরা আদালতকে নিশ্চিত করেছেন, মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছিল।
 
সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।