
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা হাট এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটের পেরিফেরি এলাকা ও নদীর পূর্বপাড়ের সরকারি জায়গা দখল করে ২১৪ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থাপনা গড়ে তুলেছেন। এসব ভবন ও মার্কেট থেকে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ ভাড়া হিসেবে নিচ্ছেন, অথচ সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে।
এতে একদিকে সরকারি সম্পত্তি হারানোর পাশাপাশি হাটের পরিধিও ক্রমে সংকুচিত হয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেয়নি, ফলে দখল কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।
ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, সলঙ্গা হাটে খাস জমির পরিমাণ ৫ দশমিক ৬৭ একর। তবে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস বলছে, সেখানে খাস জমির পরিমাণ ৯ দশমিক ৯৪ একর। এই জমির একটি বড় অংশ এখন অবৈধ দখলে রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের জমিতেও একাধিক পাকা ভবন নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, তিনি সরজমিন পরিদর্শনের পর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি দখল নিয়ে প্রশাসনের অবস্থান ‘শূন্য সহনশীলতা’ উল্লেখ করে তিনি দখলমুক্তির আশ্বাস দেন।
স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ দখলদারদের কারণে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তারা দ্রুত দখলমুক্তির উদ্যোগ গ্রহণ করে সলঙ্গা হাটের ঐতিহ্য ও সরকারি সম্পত্তি রক্ষার দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































