সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে কুখ্যাত ডাকাত আশরাফের বাড়িতে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে কুখ্যাত ডাকাত আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার ১০ (নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে একই গ্রামের রোকসানা বেগমের নতুন বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত রোকসানা বেগম মূলত রাজধানীতেই থাকেন, আর তার বাড়িতে ধান কাটার কাজে আসা কয়েকজন শ্রমিক অবস্থান করছিলেন। গভীর রাতে আশরাফ ডাকাত ও তার স্ত্রী ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের ওপর ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র রাখা একটি বাক্স চুরি করে নিয়ে যায়।

চুরির সময় বাড়িতে থাকা শ্রমিকরা মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করে রাখেন। সকালে রোকসানা বেগম বিষয়টি আত্মীয়-স্বজনদের জানালে তারা ভিডিও দেখে আশরাফকে শনাক্ত করেন। এরপর স্থানীয় লোকজন আশরাফের বাড়িতে চোরাই মাল রয়েছে সন্দেহে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশরাফের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এলাকাবাসীর ভিড় জমে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয়রা কুখ্যাত ডাকাত আশরাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকে আশরাফ ডাকাত পলাতক রয়েছে তবে তার সহধর্মিণী বর্তমানে পুলিশের জিম্মায় আছেন।

এ ঘটনায় বড়তারা ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, আশরাফ ডাকাতের বাড়ি আমার নির্বাচিত ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে তিনি চুরির কাজে জড়িত। গতকালকেও পাশের এক বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে আনে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সে জিনিসগুলো উদ্ধার করে। তাকে দ্রুত আইনের আওতায়এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

বড়তারা ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আশরাফ এলাকায় চুরি ছিনতাইয়ের করে আসছে পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজ কে ধ্বংস করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, আশরাফ ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করেছি। এগুলো শব্দ তালিকায় রেখে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আশরাফ নাটক পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

ক্ষেতলালে কুখ্যাত ডাকাত আশরাফের বাড়িতে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে কুখ্যাত ডাকাত আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার ১০ (নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে একই গ্রামের রোকসানা বেগমের নতুন বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত রোকসানা বেগম মূলত রাজধানীতেই থাকেন, আর তার বাড়িতে ধান কাটার কাজে আসা কয়েকজন শ্রমিক অবস্থান করছিলেন। গভীর রাতে আশরাফ ডাকাত ও তার স্ত্রী ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের ওপর ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র রাখা একটি বাক্স চুরি করে নিয়ে যায়।

চুরির সময় বাড়িতে থাকা শ্রমিকরা মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করে রাখেন। সকালে রোকসানা বেগম বিষয়টি আত্মীয়-স্বজনদের জানালে তারা ভিডিও দেখে আশরাফকে শনাক্ত করেন। এরপর স্থানীয় লোকজন আশরাফের বাড়িতে চোরাই মাল রয়েছে সন্দেহে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশরাফের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এলাকাবাসীর ভিড় জমে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয়রা কুখ্যাত ডাকাত আশরাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকে আশরাফ ডাকাত পলাতক রয়েছে তবে তার সহধর্মিণী বর্তমানে পুলিশের জিম্মায় আছেন।

এ ঘটনায় বড়তারা ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, আশরাফ ডাকাতের বাড়ি আমার নির্বাচিত ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে তিনি চুরির কাজে জড়িত। গতকালকেও পাশের এক বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে আনে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সে জিনিসগুলো উদ্ধার করে। তাকে দ্রুত আইনের আওতায়এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

বড়তারা ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আশরাফ এলাকায় চুরি ছিনতাইয়ের করে আসছে পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজ কে ধ্বংস করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, আশরাফ ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করেছি। এগুলো শব্দ তালিকায় রেখে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আশরাফ নাটক পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।