
সিলেটে সিরিজের প্রথম ম্যাচে ১ম দিন শেষে ২৮৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। এর আগে, ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফররতরা। দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলে স্কোরবোর্ডে আর মাত্র ১৬ রান যোগ করে অলআউট হয় আইরিশরা। এই দুই উইকেট নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। প্রথমদিনও প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন হাসান।
তবে, দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েছিলেন পল স্টারলিং ও কেড ক্যারমাইকেল। ৬১ বলে ফিফটি তুলে নেন স্টারলিং। লাঞ্চ বিরতির পর ৬০ রান করা স্টারলিংকে ফেরান নাহিদ রানা। টিকতে পারেননি হ্যারি টেক্টর। অপর প্রান্তে ফিফটি হাঁকান কেড কারমাইকেল। তবে স্কোর বোর্ডে আর ৯ রান যোগ করতেই মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। কার্টিস ক্যাম্ফার ৪৪ আর ৪১ রান করে আউট হন লরকান টাকার।
দিনের শেষ বলে জর্ডান নেইলকে লেগ বিফোরে ফেরান তাইজুল। সর্বোচ্চ ৩ উইকেট মেহেদী হাসান মিরাজের, ২টি করে উইকেট নিয়েছেন হাসান, তাইজুল ও অভিষিক্ত হাসান মুরাদ।
স্পোর্টস ডেস্ক 





































