
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। ‘কিসে আপনা কহেঁ’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর ‘সুনো চান্দা’ ধারাবাহিকে জিয়ার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও পরিচিতি লাভ করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ইকরা আজিজ। আবারও মা হতে চলেছেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে ভক্তদের সুখরব দিয়েছেন। ইনস্টাগ্রামে পারিবারিক ছবি পোস্ট করে এই সুখবরটি নিশ্চিত করেছেন ‘সুনো চান্দা’ খ্যাত এই তারকা।
দ্বিতীয়বার মা হওয়ার খবর জানাতে গিয়ে ইকরা আজিজ একটি হৃদয়স্পর্শী ক্যাপশন লেখেন। তিনি লেখেন, ‘সুখী ও বিশৃঙ্খলভাবে আমরা ‘চার’-এ উন্নীত হচ্ছি।’ ছবিতে স্বামী ইয়াসির ও তাদের প্রথম সন্তান কবীর হুসাইনকে সঙ্গে নিয়ে বেবি বাম্প প্রদর্শন করেন তিনি।
এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা ও সহকর্মীরা শুভেচ্ছাবার্তায় ভরে তোলেন মন্তব্যের ঘর। অভিনেত্রী এইমান খান দ্রুত মন্তব্য করে লেখেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন।’ ভক্তরা ইকরা-ইয়াসিরের এই খোলামেলা আনন্দের প্রশংসা করে তাদের পাকিস্তানের অন্যতম প্রিয় তারকা পরিবার হিসেবে আখ্যা দেন।
ইক্বরা আজিজ ও ইয়াসির হুসাইনের প্রেমকাহিনি শুরু থেকেই সবার নজরে ছিল। ২০১৯ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস) ইয়াসিরের হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছিল। একই বছরের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এর কিছুদিন পরেই প্রথম সন্তান কবীর হুসাইনকে স্বাগত জানান।
প্রসঙ্গত, ‘সুনো চান্দা’ নাটকে আজিয়া নাযাকাত-এর কৌতুকপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি সফলতা পান। যার জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার ও ক্রিটিকস পুরস্কার জেতেন।
এই সাফল্যের পর তিনি কিছুদিন বিরতি নেন এবং পরবর্তীতে ‘মান্নত মুরাদ’ (২০২৩) এবং ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ (২০২৪) সহ কয়েকটি কম-আলোচিত ও সাদামাটা নাটকে অভিনয় করেন।
বিনোদন ডেস্ক 







































