
স্টাফ রিপোর্টার
জাল টাকার নোট প্রতিরোধে বেনাপোলে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, সীমান্ত এলাকা সাদিপুর, ঘিবা, ধান্যখোলা, শিকারপুর, পুটখালী, রঘুনাথপুর, রুদ্রপুর, গোগা সীমান্ত দিয়ে যেন কোনোভাবে জাল নোট দেশে প্রবেশ না করতে পারে, সে জন্য অতন্দ্র প্রহরায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এসব সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। এছাড়া বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে যাত্রীদের লাগেজ স্ক্যানিং, জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্টাফ রিপোর্টার 






































