
মেহেদী হাসান, রাজবাড়ী:
গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত অরিয়েট জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের কয়েক কোটি টাকার জিনিসপত্র ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশের ওই কারখানায় আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, ‘সন্ধ্যা ৬টার পরে মিলের পেছনের একটি গোডাউনে আগুন দেখা গেলে শ্রমিকরা চিৎকার শুরু করেন। পরে এসে দেখলাম আগুন জ্বলছে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা
দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোনও শ্রমিক ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।’ মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ জানান, খবর পেয়ে আমি রাজবাড়ী থেকে ঘটনাস্থলে এসেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। গোডাউনে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিল, যার বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এছাড়া বড় একটি গোডাউন পুড়ে গেছে। রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.শামিম মোল্লা বলেন, ‘রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাটে আগুন লাগার কারণে নেভাতে সময় লাগছে। কিন্তুু এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মেহেদী হাসান, রাজবাড়ী: 







































