মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়ল ১৯ কেজির কাতল, ৫৩ হাজারে বিক্রি

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকায় চর মজলিসপুরে জাল ফেললে ওই জালে ১৯ কেজি ওজনের বড় একটি কাতল মাছ জালে আটকা পড়ে। পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে হলেও কিনে রেখেছি। এখন মাছটি কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করে দেব। বড় মাছগুলোর ক্রেতা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের থেকে নিয়ে থাকে। জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছে।
জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

পদ্মায় ধরা পড়ল ১৯ কেজির কাতল, ৫৩ হাজারে বিক্রি

প্রকাশের সময় : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকায় চর মজলিসপুরে জাল ফেললে ওই জালে ১৯ কেজি ওজনের বড় একটি কাতল মাছ জালে আটকা পড়ে। পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে হলেও কিনে রেখেছি। এখন মাছটি কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করে দেব। বড় মাছগুলোর ক্রেতা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের থেকে নিয়ে থাকে। জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছে।