সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযান, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১️.মোঃ খলিলুর রহমান (৫০) — ০১ নং ধর্মগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত হোসেন আলীর পুত্র ও খাদেজা বেগমের সন্তান। ঠিকানা: সম্পদবাড়ি ভাওয়ালবস্তি, ০৯ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি। ২️.মোঃ জিয়াউর রহমান ওরফে জেনারুল (৪০)  ০১ নং ধর্মগড় ইউপির আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ এনামুল হক ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র। ঠিকানা: সালফারাম, ০৫ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি। ৩️. মোঃ হামিদুর রহমান (৬০) ০৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি মৃত বজির উদ্দিন ও মৃত রেজিয়া বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি। ৪️. মোঃ সারোয়ার লিয়ন (৩২) ০৫ নং বাচোর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ হামিদুর রহমান ও হানুফা বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলার অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযান, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১️.মোঃ খলিলুর রহমান (৫০) — ০১ নং ধর্মগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত হোসেন আলীর পুত্র ও খাদেজা বেগমের সন্তান। ঠিকানা: সম্পদবাড়ি ভাওয়ালবস্তি, ০৯ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি। ২️.মোঃ জিয়াউর রহমান ওরফে জেনারুল (৪০)  ০১ নং ধর্মগড় ইউপির আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ এনামুল হক ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র। ঠিকানা: সালফারাম, ০৫ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি। ৩️. মোঃ হামিদুর রহমান (৬০) ০৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি মৃত বজির উদ্দিন ও মৃত রেজিয়া বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি। ৪️. মোঃ সারোয়ার লিয়ন (৩২) ০৫ নং বাচোর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ হামিদুর রহমান ও হানুফা বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলার অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”