শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগের লকডাউন প্রতিহত করতে রাঙ্গুনিয়ায় মশাল হাতে রাস্তায় যুবদল

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষিত আগামীকালের লকডাউন প্রতিহত করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজারে যুবদল নেতা ইমাম চৌধুরীর নেতৃত্বে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনে ভয়ভীতি ও লকডাউনের মতো অগণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করছে। কিন্তু দেশের মানুষ এখন আর ভয় পায় না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে কোনো লকডাউন থামাতে পারবে না।’
বক্তারা আরও বলেন, ‘রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এবং নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ রাত থকে আগামীকাল রাত পর্যন্ত অবস্থান করবে।’
এদিকে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজদা’র বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী যদি আগামীকাল লকডাউনের নামে রাস্তায় নামেন, তাহলে তা প্রতিহত করা হবে। ইতিমধ্যে আগামীকালের লকডাউনকে কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’
হোসনাবাদ ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব মুহাম্মদ শফিউল আলম বাচার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের সঞ্চালনা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসাইন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবু নাছের টিপু, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম, যুবদল নেতা মির্জা মহিউদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস, যুবদল নেতা আবু তালেব, আব্দুল খালেক মেম্বার, আবু বক্কর, নুর নবী, রিয়াজ করিম রেজভী, মমতাজ উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।
জনপ্রিয়

ইবিতে বি-এড, এম-এড ও বি এম-এড পরীক্ষা অনুষ্ঠিত

আ. লীগের লকডাউন প্রতিহত করতে রাঙ্গুনিয়ায় মশাল হাতে রাস্তায় যুবদল

প্রকাশের সময় : ০৯:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষিত আগামীকালের লকডাউন প্রতিহত করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজারে যুবদল নেতা ইমাম চৌধুরীর নেতৃত্বে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনে ভয়ভীতি ও লকডাউনের মতো অগণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করছে। কিন্তু দেশের মানুষ এখন আর ভয় পায় না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে কোনো লকডাউন থামাতে পারবে না।’
বক্তারা আরও বলেন, ‘রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এবং নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ রাত থকে আগামীকাল রাত পর্যন্ত অবস্থান করবে।’
এদিকে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজদা’র বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী যদি আগামীকাল লকডাউনের নামে রাস্তায় নামেন, তাহলে তা প্রতিহত করা হবে। ইতিমধ্যে আগামীকালের লকডাউনকে কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’
হোসনাবাদ ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব মুহাম্মদ শফিউল আলম বাচার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের সঞ্চালনা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসাইন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবু নাছের টিপু, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম, যুবদল নেতা মির্জা মহিউদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস, যুবদল নেতা আবু তালেব, আব্দুল খালেক মেম্বার, আবু বক্কর, নুর নবী, রিয়াজ করিম রেজভী, মমতাজ উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।